জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ। বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের নজরুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নাজমাকে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নাজমার ভাই আজিজার বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ