জয়পুরহাটের ১২ শিবালয় মন্দিরে ভাঙচুর করা ১২টি শিব লিঙ্গসহ বিভিন্ন দেবদেবীর মূর্তি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চক্রবর্তী। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট সদরের বেল আমলায় ক্ষতিগ্রস্থ এ মন্দির পরিদর্শনকালে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আল মামুন, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুন্নাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রাচীর টপকিয়ে ভিতর প্রবেশ করে বারোটি শিবলিঙ্গসহ অন্যান্য মূর্তি ভাঙচুর করে। ঘটনার দিন থেকেই মন্দিরে সকল ধরণের পুজা অর্চনা বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সংগঠনের মানুষেরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ