কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারভর্তি ২০ কেজি গাঁজাসহ শরীফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার আটককৃত শরীফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শরীফ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের জামাল হোসেনের পুত্র।
জানা গেছে, চৌদ্দগ্রাম থানার এসআই মিজানুর রহমানের একটি দল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ার ডিমাতলী এলাকায় প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৬-০৪৫১) আটক করে। পরে সেটি তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ শরীফ হোসেনকে (২৪) আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটককৃত শরীফ, প্রাইভেটকার চালক চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ সাহাব উদ্দিন(২৩), চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে দুলাল মিয়া(৪৫), একই ইউনিয়নের মতিয়াতলী গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ ইউনুছ(২০) ও চকলহ্মীপুর গ্রামের মোঃ মমিন মিয়ার ছেলে রুবেল মিয়ার (২৬) বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল