নোংরা পরিবেশে বিস্কুট উৎপাদন , মোড়কের গায়ে মূল্য তালিকা, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও ওজনের পরিমাণ না থাকার দায়ে মেহেরপুর শহরের সহদর দুই ভাইয়ের দুটি বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় মেহেরপুর সিভিল সার্জনের প্রতিনিধি তাজিমুল হক উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত বেকারী দুটির মধ্যে শহরের বড়বাজারের জোসনা বেকারীর মালিক মফিজুর রহমানের ১০ হাজার এবং নীলমনি সিনেমা হলপাড়ার মিমি বেকারীকে মালিক মনিরুল ইসলামের ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ দুটি বেকারীর মালিক দুই সহোদর। সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান বলেন, বিস্কুটের মোড়কে মূল্য তালিকা, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, ওজনের পরিমাণ এবং নোংরা পরিবেশের তৈরি করার অপরাধে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় এ জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ ই জাহান