প্রেমঘটিত বিরোধের জের ধরে সাইদুর রহমান হৃদয় হত্যা মামলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ ছাত্রকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। হৃদয় বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী ছিল। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন আহাম্মেদ মঙ্গলবার বিকেলে আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্তরা হলো নিহতের সহপাঠী মুরাদ খান, সাইদ আবেদিন আবদুল্লাহ রাহাত, গোলাম রাব্বি, ইয়াছিন শান্ত, রাজু হোসেন মাঝি, ইমন সিকদার এবং নুরুন্নবী নাহীদ। এদের মধ্যে রাব্বি পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, একই মেয়েকে হৃদয় ও রাহাত পছন্দ করায় তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে চলতি বছরের ২৮ জানুয়ারি রাহাত তার বন্ধুদের সহযোগিতায় হৃদয়কে শিক্ষা দেয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী হৃদয় সকাল সাড়ে ৮টায় নগরীর পরেশ সাগর মাঠ সংলগ্ন এলাকা থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে তুলে নেয়। পরে মাঠের পূর্ব পাশে নিয়ে মারধর করে এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা শাহীন গাজী বাদী হয়ে ওই দিনই ওই ৭ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের মধ্যে ৬জনকে পুলিশ ঘটনার পরপরই আটক করে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের যশোরের কিশোর অপরাধ উন্নয়ন কেন্দ্রে (বালক) প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ ই জাহান