কষ্টি পাথরের তৈরী ১১শ' গ্রাম ওজনের ১টি হনুমানের মূর্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সেতাবগঞ্জ পৌরসভার শহীদপাড়া গ্রামের কাইউম মিস্ত্রির পুত্র মোঃ শাহীন আলম (৩৫) এ মূর্তি হস্তান্তর করেছে।
এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার তার সততায় মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাৎক্ষনিক তার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রবিউল হাসান, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ৩-৪ মাস পূর্বে বোচাগঞ্জ উপজেলা পাড়ার লুৎফুল ইসলাম (লুতু) কন্টেক্টারের বাড়িতে ট্রলি থেকে মাটি ফেলার সময় শাহীন আলম এ মূর্তিটি পেয়েছিলেন।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল