চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।
বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চারটি বোতলে ৪০ গ্রাম বিষ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, উদ্ধার করা সাপের বিষ চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ জমা দেয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মূল্যবান এসব সাপের বিষ ভারত থেকে পাচার করে আনা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন