ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি। সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে কিছু আংশিক, কিছু সম্পূর্ণ। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। তবে এখনো ক্ষতিগ্রস্তদের সুনিদিষ্ট কোনো তালিকা প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। তাই সহায়তাও দেওয়া হয়নি তাদের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধূরী।
তিনি বলেন, রাঙামাটি জেলা প্রশাসন থেকে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়। তাই পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরিক কাজ চলছে। তালিকা তৈরির কাজ সম্পন্ন হলে জেলা প্রশাসনের সাথে আলোচনা পর তাদের সহায়তা দেওয়া হবে। তবে তার জন্য সময়ের প্রয়োজন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার আঘাতে গাছচাপায় রাঙামাটিতে দু’জন মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জাহিদা সুলতানা নাহিমা (১৪) ও হাজেরা বেগম (৪৫)। এসময় তীব্র বাতাসের কারণে বিধ্বস্ত হয়ে পরে প্রায় ২শতাধিক ঘর। এসময় শহরের আসামবস্তী ও ভেদভেদী এলাকায় ঘরের উপর গাছ ভেঙ্গে পরে। এছাড়া শহরের কলেজ গেইট, রাঙামাটি যাদুঘর সড়ক, তবলছড়ি, আসামবস্তী, রিজার্ভ বাজার, ঝুলিখা পাহাড়, পুড়ানবস্তী, ফরেস্ট কলোনী সড়ক ও ডিসি অফিস এলাকায়, শান্তি নগর, রোসুলপুর , পুলিশ লাইনসহ বেশ কিছু এলাকায় ঘরবাড়ি বেপক ক্ষতিগ্রস্ত হয়েছে । এসব পরিবার ভাঙ্গা ঘরে মানবতার জীবন যাপন করছে।