মাগুরায় সদর উপজেলার মালঞ্চি গ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারবেস্টার ও রিপার ম্যাশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ ম্যাশিন বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর কৃষি কর্মকর্তা রুহুল আমিন স্থানীয় রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান অ্যাড. আশরাফুল আলম বাবুল ফকিরের মাধ্যমে কৃষকদের মাঝে এ ম্যাশিন বিতরণ করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, খাদ্য উদ্বৃত্ত জেলা মাগুরায় রয়েছে কৃষি শ্রমিকের ব্যাপক সংকট। বিশেষ করে প্রতিবছর ধান লাগানো বা কর্তনের সময় বিপাকে পড়েন জেলার গৃহস্থ বা কৃষি জমির মালিকেরা। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের তিন বেলা খাবারসহ ৮০০ থেকে ১ হাজার টাকা মজুরি দিতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লোকশানের মুখে পড়েন গৃহস্থরা। এ সমস্যা সমাধানের জন্য কৃষকদের পাশে দাড়িয়েছে কৃষি বিভাগ।
তিনি আরো বলেন, প্রথম ধাপে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে মালঞ্চি আইপিএম ক্লাবের সদস্যদের মাঝে বিনামূল্য ধান কাটা ও ধান মাড়াইয়ের যন্ত্র 'কম্বাইন্ড হারবেষ্টার' ও রিপার ম্যাশিন বিতরণ করেছে। পর্যায়ক্রমে সদরের প্রতিটি ইউনিয়নে একাধিক আইপিএম ক্লাবের কৃষকদের মাঝে বিনামূল্যে এই যন্ত্রসহ কৃষি কাজে ব্যবহৃত প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হবে। যাতে কৃষকরা অল্প খরচে সল্প সময়ে ধানসহ অন্যান্ন ফসল চাষ করে তা ঘরে তুলতে পারেন।
রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল বলেন, চলতি মৌসুমে কৃষকরা ক্ষেত থেকে পাকা ধান ঘরে তুলতে শ্রমিকের অভাবে ব্যাপক সমস্যায় পড়েন। তিন বেলা থাকা খাওয়া ও ৮শ’ থেকে ১ হাজার টাকা দিনপ্রতি হাজিরা দিয়েও ধান কাটা শ্রমিক পাচ্ছিলেন না। সরকারিভাবে আধুনিক যন্ত্রপাতি প্রদানের ফলে কৃষকরা ব্যাপক লাভবান হবেন।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল