জামালপুরের নব নিযুক্ত জেলা প্রশাসক আহমেদ কবীর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার জামালপুর জেলা প্রেসক্লাবে শফিক জামানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা, সাধারণ সম্পাদক মুকুল রানা, দৈনিক আজকের জামালপুর সম্পাদক এম,এ জলিল, অ্যাডভোকেট ইউসুফ আলী, ফজলে এলাহী মাকাম প্রমুখ বক্তব্য রাখেন।