বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনে বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বগুড়া জেলা তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার সহযোগীতায় ‘র্যালি ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে তামাকমুক্ত দিবসের একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এটিএম নুরুজ্জমান, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডাঃ মোঃ তারিখ রেজা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ মাহমুদ আদনান, মেডিক্যাল অফিসার ডাঃ আসফিয়া সাবেরিন, পল্লী উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার শেখ আবু রাহাত মোঃ মাসরুকুল ইসলামসহ বগুড়া জেলা তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সদস্যবৃন্দ। এবছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য “তামাক উন্নয়নের অন্তরায়’।
একই দিনে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা পরিষদের সামনের পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের উদ্যোগে তামাক পণ্যের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।