ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার খামার বাজার এলাকার রূপচন্দ্রপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মমতা বেগম(২৮) ও রাশেদা খাতুন (৩২)। নিহতরা উপজেলার পূর্ব ধলিকান্দা এলাকার বাসিন্দা।
তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার খামার বাজার এলকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে মাহেন্দ্রের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাহেন্দ্রের দুই নারী যাত্রী নিহত হয়। আহত হয় আরো চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।