বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও এ্যান্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স সহ (আত্মা) বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে বের হওয়া র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাউন কম্পাউন্ড রোডের জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, আত্মার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী স্বপন খন্দকার সহ অন্যান্যরা।