ফেনীর ছাগলনাইয়ায় মায়না আক্তার পেন্সি (১৮) নামে এক অন্তস্বত্ত্বা গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার সকালে উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধা গ্রামের জুনাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাটিয়াগোধা গ্রামের জয়নাল আবদীন মেয়ে মায়না আক্তার পেন্সির সাথে একই গ্রামের আবদুল বারিকের ছেলে মোহাম্মদ হানিফ প্রকাশ বোমা হানিফ (২৫) এর প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে পেন্সি অন্তস্বত্ত্বা হয়ে পড়লে গত ২২ মে হানিফ ও পেন্সি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর হানিফ পেন্সিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার রাতে পেন্সির চাচা নুর নবী ও জসিমের বাড়িতে এক শালিসী বৈঠক বসে। এসময় মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনুসহ শালিসদারদের সামনে পেন্সিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে যেতে অস্বীকৃতি জানায় স্বামী হানিফ ও তার পরিবারের সদস্যরা। বিয়েতে আড়াই লাখ টাকা দেনমোহর ধরা হলেও সালিশদার শাহজাহান মিনু ও তার সহযোগিরা জোরপূর্বক ৪০ হাজার টাকায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করে। স্বামীর কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেয়ে পেন্সি বুধবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের বাঁশের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ ছালেহ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আত্মহত্যা প্ররোচনাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।