চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ একতারপুর গ্রামের মাঠ থেকে অনুমান ২৮ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।
বুধবার সকাল ৯টার দিকে একতারপুর মাঠের রাস্তার পাশ থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরো জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। তার গায়ের রঙ কাল। পরনে সবুজ রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে।
এ ব্যাপারে জীবননগর থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।