নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া এলাকায় বুধবার রাতে চালককে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ভাড়ায়চালিত মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। চালকের নাম ফরিদ হোসেন (৪২)। তার বাড়ি নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল মহল্লায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তফা কামাল জানান, নলডাঙ্গা চারমাথা এলাকা থেকে দুইজন অপরিচিত যুবক বাসুদেবপুর যাওয়ার কথা বলে ফরিদ হোসেনের মোটরসাইকেলটি ভাড়া নেয়। তাদের কথামতো ফরিদ হোসেন মোটরসাইকেলে করে তাদের বাসুদেবপুর চকপাড়া এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে আরো ৪ জন অজ্ঞাত যুবক এসে ফরিদকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে চালক ফরিদ হোসেন আহত হন। এসময় চিৎকারে স্থানীয় লোকজন এসে ফরিদকে উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার