ঠাকুরগাঁও সদর উপজেলার আকচাঁ ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামের কিছু জমি কিনেছিলেন আখতার হোসেন ও আবুল কাইয়ুম মোহাম্মদ আব্দুল্লাহ নামের দুই ব্যক্তি। চাকরির কারণে অন্যত্র থাকতে হয় তাদের। তাই বেশ কয়েকবছর আগে কেনা ওই জমি ঘিরে তারা বেড়া দিয়ে রেখেছিলেন। অভিযোগ উঠেছে, সেই জমিকে 'বাবার জমি' দাবি করে ভোগদখল করছেন তৈয়ব আলী নামের এক ব্যক্তি। জমির ওপর নার্সারী ও দোকানও নির্মাণ করেছেন তিনি।
এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। জমির মালিক উপায় না পেয়ে মামলা করেন। আদালত জমির কাগজ পত্র দেখে আখতার হোসেন ও আবুল কাইয়ুম মোহাম্মদ আব্দুল্লাহ এর পক্ষে কয়েক বার রায় দিলেও জমি ছাড়ছে না ওই ব্যক্তি। জমির প্রকৃত মালিকসহ স্থানীয়রা ওই জমি উদ্ধারে ব্যর্থ হয়েছেন।
জমির অন্যতম মলিক আবুল কাইয়ুম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আমরা অশান্তি চাই না বলেই আদালতের আশ্রয় নিয়েছি। রায় পাওয়ার পরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতাতেও জমি নিতে পারছি না। আমি প্রশাসনের সহয়োগিতা চাই।
জমি বেদখলকারি তৈয়ব আলী জানান, এটা আমার বাবার জমি। সেই সুবাদে আমি বসবাস করে আসছি।
এ বিষয়ে সদর উপজেলা আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার জানান, স্থানীয়ভাবে কয়েকবার বৈঠক হয়েছে। তৈয়ব আলী জমি ছেড়ে না দিলে আমরা কি করতে পারি বলেন? জমির প্রকৃত মালিক জমি দখল করুক আমরা সহায়তা করবো।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান, আমরা প্রকৃত জমির মালিককে অবশ্যই সহায়তা করবো।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা