মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের ইফতার আয়োজনে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ওই হামলায় বারেক বেপারী (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। তাকে চিকিৎসা দিতে গেলেও বাধা দেয় হামলাকারীরা।
ভুক্তভোগী ও গ্রামবাসী জানায়, সমাজের মানুষদের ইফতার করানোর জন্য নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের পক্ষ থেকে আয়োজন চলছিল। এসময় প্রতিপক্ষ আকতার সিকদার, মামুন সিকদার, খবির মৃধা, জসিম, ফরিদ হাওলাদার, কাশেম বেপারী ও ফারুক মৃধা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাতে হামলা চালায়। এসময় তারা ইফতার সামগ্রী নষ্ট করে ফেলে।
এ ব্যাপারে খাসের হাট পুলিশ ফাঁড়ির চার্জে থাকা এস.আই শামিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা