ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কের খয়েরতলা নামক স্থানে একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে যশোরগামী একটি বালুভর্তি ট্রাক সড়কের খয়েরতলায় বাইসাইকেল আরোহী আব্দুর রাজ্জাককে চাপা দেয়। সেসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে।
বিডি-প্রতিদিন/১ জুন, ২০১৭/ওয়াসিফ