নবগঠিত টাঙ্গাইল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ চার নেতা পদত্যাগের পাশাপাশি নতুন কমিটির সকল কার্যক্রম প্রতিরোধেরও ঘোষণা দিয়েছেন।
উল্লেখ, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কৃষিবিদ শামসুল আলম তোফা সভাপতি ও এডভোকেট ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ মে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে টাঙ্গাইল জেলা বিএনপির একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ যাদেরকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হয়েছে তারা দলের জন্য দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য। আগামী দিনে তারা দলের কর্মকাণ্ড পরিচালনা করতে ব্যর্থ হবে। তাছাড়া কমিটিতে পদবণ্টনে রাজনৈতিক শৃংখলা ও নেতৃত্বের জ্যৈষ্ঠ্যতা লঙ্ঘিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরউদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ করে। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, সাবেক যুগ্ম সম্পাদক হাসিনুজ্জামিল শাহীন, খন্দকার আহমেদুল হক শাতিল, সাবেক যুব বিষয়ক সম্পাদক আশরাফ পাহেলী প্রমুখ।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা