ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বিজয়নগরে বজ্রপাতে তিন জেলাসহ চারজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এবং বুধবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামের মন্তু মিয়া (৫৫), একই গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে শহিদ মিয়া (৩২) ও মৃত আবু মিয়ার ছেলে জিনু মিয়া (৩০) এবং বিজয়নগর উপজেলার খাটিঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হান্নান (৩২)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নাসিরনগরের বালিখোলা গ্রামের পাঁচ জেলে বৃষ্টির সময় নদীতে মাছ ধরতে যান। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে তারা নদীপাড়ের একটি ঘরে আশ্রয় নেন। পরে ওই ঘরে বাজ পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় আহত হন বাকি দু’জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বুধবার রাতে বজ্রপাতে খাটিঙ্গা গ্রামের মারা যান আব্দুল হান্নান।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব