বাগেরহাটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় অভিযান চালিয়ে বড় ভাই বাহিনীর প্রধান মোশারফ হেসেনসহ ৫ বনদস্যুকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে আটক এসব বনদস্যুদের আছ থেকে উদ্ধার হয়েছে ১৯০ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলিসহ ৭টি আগ্নেয়াস্ত্র। এলিট ফোর্সর্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির মোবাইল ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, সুন্দরবনে র্যার-৮ এর বনদস্যু দমন অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই পশুর নদীর জোংড়াখালে বনদস্যু বড় ভাই বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় বড় ভাই বাহিনী প্রধান মোশারফসহ ৫ দস্যুকে আটক করা হয়েছে। আটককৃত দস্যুদের কাছ থেকে ৩টি একনালা বন্দুক, ১টি দোনালা বন্দুক, ১টি পয়েন্ট টুটু বোর রাইফেল, ১টি ওয়ান শুটারগান ও ১৯০ রাউন্ড বিভিন্ন ধরণের তাজা গুলি উদ্ধার করা হয়। আটক বনদস্যু ও উদ্ধার হওয়া গোলাবারুদ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এ ব্যাপারে র্যাব কর্মকর্তা আদনান কবির আরও জানান, র্যাব-০৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পন করায় সুন্দরবনের দস্যুতা এখন নেই বললেই চলে। দুই একটা যে ছোট বাহিনী রয়েছে তাদেরকেও আইনের আওতায় এনে সুন্দরবনকে দস্যু মুক্ত করা হবে। সে লক্ষ্যে র্যাব-০৮ এর দস্যু দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/১ জুন, ২০১৭/ওয়াসিফ