শ্রমিক মারধরের প্রতিবাদে ঝালকাঠিতে ১৭টি রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে সেখানে বিভিন্ন রুটের বাস সারিবদ্ধ করে রাখা হয়েছে। এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।
গতকাল বুধবার দুপুরে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে কলেজ মোড়-বানারিপাড় রুটে চলাচলকারী গাড়ীর চালক ও হেলপারদের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে বাস শ্রমিক আবুল কালাম মারধরের শিকার হয়। এর প্রতিবাদে আন্তঃ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।
আবুল কালাম বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় দায়ীদের বিচার এবং সড়কে বাস শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা