এ কেমন মা! ফিটারের দুধে বিষ মিশিয়ে নিজের ৮ মাসের শিশু সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক গর্ভজাত মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর মাওনা চকপাড়া এলাকায়।
নিহত শিশু ওই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে আদনান লাবিব সাদ। এ ঘটনায় ওই শিশুর মা সামিয়া আক্তার বিথিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা বারবার মুর্ছা যাচ্ছেন আর বলছেন, রাক্ষুসী এ কাজ ক্যামনে করলো। সে মা না ডাইনি! আমার শিশু সন্তানকে হত্যা করেছে। তোমরা আমার পুলারে আইন্যা দাও।
এ ঘটনায় নিহতের পিতা মো. হারুন অর রশিদ বাদি হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে শিশু আদনান লাবিবের ফিটারের দুধে বিষ মিশিয়ে সন্তানকে হত্যা করে মা বিথি। পরে পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে এবং নিহত শিশুর মা বিথিকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে বিথি দুধে বিষ মিশিয়ে তার সন্তানকে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক বিথিকে আদালতে পাঠানো হয়েছে।
হারুনের স্বজনরা জানায়, বুধবার রাতে দুধের ফিটারে পূর্ব থেকে বিষ মিশিয়ে রাতে ঘুমানোর সময় ছেলে সাদকে দুধ খাওয়ায় মা বিথি। এর কিছুক্ষণ পর শিশুপুত্রের হাত-পা ও শরীর নীল আকার ধারন করে। এ সময় বাড়ির অন্যান্যরা ছুটে এসে দেখেন শিশুটি মারা গেছে।
এদিকে একমাত্র শিশুপুত্রকে হারিয়ে পাগলের মতো বিলাপ করছেন বাবা হারুন অর রশিদ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, নিহত শিশুটির মা বিথি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্বামীর সঙ্গে বিবাদের জের ধরে সে তার সন্তানকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই নারীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জাবানবন্দি দিতে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/ সালাহ উদ্দীন