নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে বজ্রপাতে রবিউল হক বেলাল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ঘোষবাগ ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত রবিউল হক বেলাল একই ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের মৃত হাবীব উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের খেতে গরু নিয়ে যায় রবিউল হক বেলাল।এসময় বৃষ্টি শুরু হলে খেতে গরু রেখে বাড়ী ফিরছিল রবিউল হক বেলাল। পথে হঠাৎ করে বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান বজ্রপাতে রবিউল হক বেলাল নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার