মাছ ধরতে গিয়ে শরীয়তপুরের সখিপুরে বজ্রপাতের আঘাতে তাহের মুন্সী নামে এক জেলে নিহত হয়েছে। এসময় জেলে নৌকায় থাকা অপর ৬ জেলে আহত হয়। আহতদের চাঁদপুর ও ভেদরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সখিপুরের পদ্মা নদীতে মাছ ধরতে যায় স্থানীয় জেলেরা। সকাল ৯টার দিকে পদ্মায় মাছধরা অবস্থায় বজ্রপাতের আঘাতে তাহের মুন্সী নামে এক জেলে নিহত হয়। নৌকায় থাকা অপর ৬ জন গুরুতর আহত হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন