বরিশালে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বরিশাল জিলা স্কুলে আজ সকালে তিনদিন ব্যাপী মেলার উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম তালুকদার এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।
জেলার ১০ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার