তিনদিনের রিমান্ড শেষে জঙ্গি রাজীব গান্ধীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদের আদালতে নেওয়া হলে রাজীব গান্ধী শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। রাজীব গান্ধি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভূতমারা গ্রামের মৃত মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে।
শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা মুর্শেদ জামান এ প্রতিবেদককে জানান, জবানবন্দিতে রাজীব গান্ধী শোলাকিয়ায় জঙ্গি হামলায় অর্থ ও অস্ত্রের জোগানদাতাদের নামও বলেছেন। হামলার আগে ঢাকায় বসে এ পরিকল্পনা হয় বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, এলাকার একজন গৃহবধূ ও এক হামলাকারী নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার