বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় ইজিবাইক উল্টে পড়ে চালক নিহত এবং একই পরিবারের ৩ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের মাহিলাড়া বড় বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালক আব্দুল হালিম সরদার একই উপজেলার গেরাক‚ল গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে।
আহতরা হলেন, মাহিলাড়া এলাকার শাজাহান আকন, তার স্ত্রী শাহানাজ বেগম এবং ছেলে সামির আকন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রব জানান, দুপুর ১টার দিকে মাহিলাড়া বাসস্ট্যান্ড থেকে ৩জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক গৌরনদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মাহিলাড়া বড় বাড়ি অতিক্রমকালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকে চাপা পড়ে চালক আব্দুল হালিম সরদার এবং ছিটকে পড়ে একই পরিবারের ৩জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক আব্দুল হালিম সরদারকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।