ফেনীতে যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যমলী পরিবহনের যাত্রীবাহি একটি বাস মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী অপর একটি বৈদ্যুতিক পিলারবাহী ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক পিলারগুলো বাসের মধ্যে ঢুকে পড়ে। এসময় অন্তত ৭ জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে একজন অজ্ঞাত নারী ও মামুন নামে ১১ বছরের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপর আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাস চালকসহ আহত দুইজন ফেনী সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ আরো জানায়, আহত-নিহতরা রংপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার