বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামে বজ্রপাতে দুই সহোদর ভাই সহ ৩জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আকস্মিক বজ্রপাতের সময় আরো দুইজন আহত হয়েছে। কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্টু বিশ্বাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্টু বিশ্বাস জানান, বিকেলে ওই এলাকায় আকস্মিক ভারী বৃস্টি এবং বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে চড়ানো গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দক্ষিণ কাজীরচর গ্রামের জব্বার মোল্লার দুই ছেলে খোরশেদ আলম মোল্লা ও কবির মোল্লা এবং একই এলাকার ভাষাই মোল্লার ছেলে ইশতিয়াক মোল্লা।
একই সময় বজ্রপাতে ওই এলাকায় আনিচ বেপারী এবং আবুল বেপারী আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
মুলাদী থানার ওসি মতিউর রহমান বজ্রপাতে দুই সহোদর সহ ৩জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।