ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বজ্রপাতে শারমিন খাতুন (১৪) ও তাদের বাড়ির দুটি গরুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোস্তাফা মুন্সি মেয়ে ও স্থানীয় গান্না ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
গান্না ইউপি চেয়ারম্যান নাসির মালিথা জানান, আজ বিকেল ৫টার দিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে থাকলে মাধবপুর গ্রামের মোস্তফা মুন্সির মেয়ে শারমিন খাতুন বাইরে থাকা ছাগল গোয়ালঘরে উঠাতে যায়। এ সময় বজ্রপাত পড়ে শারমিন ও তাদের গোয়ালে থাকা দুটি গরুর ঘটনাস্থলে মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার