মোরার আঘাতে টেকনাফে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন করেছেন বর্ডার র্গাড বাংলাদেশ(বিজিবি)। আজ টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন টেকনাফস্থ ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, টেকনাফ বিওপির সুবেদার মোহাম্মদ আলীসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার