বগুড়ার ধুনটে গাঁজার গাছসহ রফিকুল ইসলাম (৪২) নামের এক গাঁজা চাষীকে আটকের পর জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
বগুড়ার ধুনট থানার এসআই মাইনুদ্দিন জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম তার বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে আসছিল। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা