ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় রাশেদুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের বাড়িতে যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী মোটরসাইকেলকে পিছন দিক থেকে ব্যাটারী ভর্তি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-১৩৩২)চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রাশেদুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার নাতিলারচর গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।
ভরাডোবা হাইওয়ে পুলিশের সাজেন্ট জহিরুল ইসলাম জানান, পিকআপের চালক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার তাবিছুট গ্রামের আঃ রশিদের ছেলে তারেক(৩৬)ও ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।