খাগড়াছড়ি জেলা সদরের চার মাইল যৌথ খামার এলাকা থেকে অজ্ঞাত নামা এক বাঙালি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুপুর ১২টার দিকে রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ২৪/২৫ বছর বয়সের যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কোথাও হত্যার পর লাশটি রাস্তার পাশে ফেলে যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। খবর পেয়ে পুলিশ সুপার মো: আলী আহমেদ খানসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।