২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। আজ বিকেলে নগরীর জেলা পরিষদের সামনে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার