ঘূর্ণিঝড় মোরা’র তাণ্ডবে বিদ্যুত সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা এখনো বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। বুধবার প্রায় ৩৮ ঘণ্টা পর জেলা সদরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও রুমা উপজেলাবাসীকে আরো ৩দিন অপেক্ষা করতে হবে।
আগামী শনিবারের আগে রুমায় বিদ্যুৎ সরবরাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বান্দরবান বিদ্যুৎ সরবরাহ বিভাগ।
গত মঙ্গলবার মোরা’র আঘাতে গাছ ভেঙ্গে বিদ্যুতের অধিকাংশ সংযোগ লাইন ছিঁড়ে যাওয়ায় এবং খুঁটি ভেঙ্গে পড়ায় বান্দরবান থেকে রুমায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে রোগীদের দুর্গতি নেমে আসে।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট উবামং মারমা জানান, টানা আরো কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে হাসপাতালে ফ্রিজের সংরক্ষিত বিশেষ করে শিশুদের টিকা ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যেতে পারে। প্রাণি সম্পদ কার্যালয়েও ওষুধপত্র সংরক্ষণ নিয়ে একই অবস্থা বিরাজ করছে।
বান্দরবান বিদ্যুৎ বিভাগের রিডার মংচসিনের জানান- রুমার বিদ্যুৎ সরবরাহের লাইন ঠিক করতে আরো অন্তত তিনদিন সময় লাগতে পারে।