বগুড়া টিএমএসএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ছাত্রী ইসমত আরা পারভীন মুনের মৃত্যু নিয়ে তার বাবা বগুড়া সদর থানায় একটি মামলা দাখিল করেছে। বগুড়া সদর থানা পুলিশ বলছে আত্মহত্যার প্ররোচনা মামলা দাখিল করেছে ম্যাটস শিক্ষার্থী পারভিনের বাবা বিজিবি সদস্য গাজিউল ইসলাম।
চট্টগ্রামে কর্মরত বিজিবি সদস্য বগুড়ার সোনাতলার হলিদাবগা গ্রামের গাজিউল ইসলাম জানান, তার মেয়ে ইসমত আরা পারভীন মুন গত ২০১৪ সালে এসএসসি পাশ করার পর টিএমএসএস ম্যাটসে ভর্তি হয়। সম্প্রতি চূড়ান্ত পরীক্ষা হয়েছে। প্রতিষ্ঠানের পাশে জনৈক মন্টুর মেসে থাকতো। সোনাতলার মধুপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে এসএম সায়েম রাহাত তার মেয়েকে গত বছরের ২৪ অক্টোবর জোড়পূর্বক বিয়ে করেন। যৌতুক না পেয়ে তার মেয়েকে মারপিট করে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে মুন আদালতে রাহাতের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। ওই মামলায় রাহাত গ্রেফতার হন। তিনি (গাজিউল) দাবি করেন, রাহাতই প্রতিশোধ নিতে তার মেয়ে মুনকে ভবন থেকে ফেলে হত্যা করেছে। তিনি আরো বলেন, হত্যাকান্ড ঘটার ৯দিন আগে মুন বগুড়া সদর থানায় নিরপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করে।
বগুড়া সদরের অফিসার ইনচার্জ (তদন্ত) আসলাম আলী জানান, ইসমত আরা পারভীনের পিতা আত্মহত্যা প্রচারণা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার