ডেমরায় অনৈসলামিক কার্যকালাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় ডেমরা বড়ভাঙ্গা এলাকাস্থ নান্নু মুন্সী জামিয়া কারীমায়া মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটোরিক্সা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়য় মুহাম্মদ কাওছার আহামেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনৈসলামিক কার্যকলাম প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা থানা অনৈসলামিক কার্যকালাপ প্রতিরোধ কমিটির সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতী তাজুল ইসলাম, মাওলানা নাছিম রেজা, নান্নু মুন্সী জামিয়া কারীমায়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস হোসাইন, হাসানুজ্জামান সাকী ও মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক বিষয়ে বিশেষ আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার