আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় আব্দুর রহিম নামের আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনার মামলায় প্রায় ১ মাস দুই দিন জেলে থাকার পরে আজ মুক্তি পেয়েছেন মামলার প্রধান আসামি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। আজ বিকেলে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
পরে ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাথালিয়ায় আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম হত্যা কান্ডের ঘটনায় প্রধান আসামি পারভেজ চেয়ারম্যানকে গেল মাসে সাভার সিটি সেন্টারের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সাভার বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ মার্চ বুধবার বিকেলে আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিমকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে এঘটনায় পারভেজ চেয়ারম্যানকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের পরিবার। এ ঘটনায় পারভেজ চেয়ারম্যান এতদিন পলাতক ছিলেন।
এ বিষয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রহিম হত্যার ঘটনায় পারভেজ চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছিল। ঘটনার পর নিহত রহিমের পরিবার ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার