গভীর রাতে যাত্রী নিয়ে চিংড়ি ঘেরে নেমে গেল বাস। অবস্থা বেগতিক বুঝে গাড়ির চালক ও সুপারভাইজার হাওয়া। বাগেরহাটের মোরেলগঞ্জের মোল্লার রাস্তা নামক এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘটেছে এই ঘটনা। ওই সময় বাসটিতে ২৫/৩০ জন যাত্রী ছিল। তবে কেউ গুরুতর আহত হননি।
বাসটি ঢাকা থেকে শরণখোলার উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে।
ওসি মো. রাশেদুল আলম বলেন, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যাত্রীদের উদ্ধার করে বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেয়।
বাসটির মোরেলগঞ্জ কাউন্টার পরিচালক মো. আব্দুর রব জানান, বিপরীতগামী একটি মটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঘেরের দিকে চলে যায়।
তবে স্থানীয়দের দাবি, রাস্তার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারালে ঊর্ধ্বগতিতে চলা বাসটি মৎস্য ঘেরে নেমে যায়। গাড়িটি এখনো চিংড়ি ঘেরেই পড়ে আছে।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা