বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, 'বর্তমান সরকার দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিনা খরচে লেখাপড়া, ভিজিএফ, ভিজিডি, দশ টাকা কেজির চালসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।'
শুক্রবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৩৮জন নৃতাত্বিক শিক্ষার্থী ও ৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের প্রায় ৫ লক্ষ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোঃ আবু তাহের মামুন, মোঃ শাহনেওয়াজ, মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বরুন চন্দ্র সরকার, যুবলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, পৌর যুবলীগের সভাপতি মোঃ তুষারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল