রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হিমাংশু কুমার সাহা (৬৮) মারা গেছেন। শুক্রবার (০২ জুন) দুপুর ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাংবাদিক হিমাংশু কুমার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের প্রয়াত গৌর হরি সাহার ছেলে। তিনি গত ৩৫ বছর ধরে জেলা শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, জামাতা, স্ত্রীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
হিমাংশু কুমারের জামাতা পরিমল কুরি জানান, হিমাংশু কুমার গত দুই বছর ধরে শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন। গত ২৩ মে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ মে তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার দুপুর ১টায় মারা যান তিনি।
পরিমল আরো জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাংবাদিক হিমাংশু কুমারের মরদেহে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি বারবাকপুরে নিয়ে পারিবারিক শ্মশানে শেষকৃত্য করা হবে।
রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, সাংবাদিক হিমাংশু কুমার রাজবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য। গত ৩৫ বছর তিনি রাজবাড়ী জেলায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন। কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে দৈনিক ভোর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। হিমাংশু কুমারের মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন খোন্দকার আব্দুল মতিন।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল