গাজিপুরের কালিয়াকৈরে স্ত্রীর মৃত্যুর পর লাশ নিয়ে শ্বশুড় বাড়ি এসে বগুড়ার ধুনটে পুলিশের হাতে আটক হলেন মাসুদ মন্ডল (২৮) নামের এক স্বামী। স্ত্রী হত্যার অভিযোগে শুক্রবার সকাল ১১টায় ধুনট উপজেলার বাকশাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের সাথে ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের সোনার উদ্দিনের মেয়ে রনি আক্তারের (১৮) প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। মাসুদ মন্ডল ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করার সুবাদে সে গাজিপুরের কালিয়াকৈর থানার সখিপুর এলাকার ভাড়া বাসায় থাকে। গত দুই মাস আগে মাসুদ মন্ডল তার স্ত্রী রনি আক্তারকে ওই বাসায় নিয়ে যায়। শুক্রবার ভোর ৫টার দিকে রনি আক্তারের মৃত্যু হয়। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর কউকে না জানিয়ে লাশ নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে মাসুদ মন্ডল। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ স্বামী মাসুদ মন্ডলকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রনি আক্তারের বাবা সোনার উদ্দিন বলেন, ওরা দুজন প্রেম করে বিয়ে করেছে। তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্ত্রীকে হত্যার বিষয়টি অস্বীকার করে মাসুদ মন্ডল জানান, তারা দাম্পত্য জীবনে খুব সুখি ছিলেন। কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে এঘটনায় গাজিপুরের কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সে থানা পুলিশের সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল