বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদ ও বাজেটে বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। শুক্রবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বিড়ি শ্রমিক ফেডারেশন বাগেরহাট জেলা শাখার ব্যানারে মানববন্ধনে ৫ শতাধিক বিড়ি শ্রমিক অংশ নেন। এসময় শ্রমিকরা চরম বৈষম্যমূলক শুল্কনীতির কারণে বর্তমানে বিড়ি শিল্প ধ্বংসের পথে। বাজেটে বিড়িতে বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা। তারা বলেন, এই শিল্পের সাথে সারা দেশে ১৭ লাখ বিড়ি শ্রমিক জড়িত। এই শিল্প বন্ধ করে দেবার বিষয়ে সারাদেশের বিড়ি শ্রমিক ও তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। বিকল্প কাজের সুযোগ সৃষ্টি না করে বিড়ি শিল্প বন্ধের এই বৈষম্যমূলক নীতি কোন ভাবে মেনে নেওয়া হবে না।
শ্রমিকদের দেওয়া তথ্যে মতে, ২০০৯ সালেও দেশে ২১৮টি বিড়ি ফ্যাক্টরি ছিলো। বিড়ির উপর একের পর এক কর আরোপের কারণে বর্তমানে ৯০টি বিড়ি ফ্যাক্টরী চালু রয়েছে। ওই সব বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে এরই মধ্যে কয়েক লাখ বিড়ি শ্রমিক এবং তাদের পরিবার কষ্টে জীবনযাপন করছেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা কমিটি আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোল্লাহাট উপজেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান, বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতা ইব্রাহিম হোসেন, আলী হোসেন, হেদায়েত আলী, শেখ কাওসার আলী, শেখ হাসমত আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল