নওগাঁর সাপাহারে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুচিন্দা কামারপাড়ার নিজ আম বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কুচিন্দা গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও মাহফুজুল হকের ছেলে রসি চৌধুরী (৩০)। এছাড়াও উপজেলার উচাডাঙ্গা গ্রামে বজ্রপাতে একই সময় আব্দুর রহিম (৩০) ও ছবি পারভীন (২৩) নামের এক দম্পত্তি গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, সন্ধ্যায় আম বাগানে কাজ শেষ করে নিজ বাড়ি ফেরার পথে বজ্রপাতে শহিদুল ও রসি আহত হন। পরে তাদের গুরুতর অবস্থায় সাপাহার সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০২ জুন ২০১৭/আরাফাত