সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারিত গ্রীক মূর্তি পুনঃস্থাপন, ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে রোজাদার ছাত্র-জনতার উপর পুলিশের নগ্ন লাঠিচার্জ ও জনবিচ্ছিন্ন বামপন্থি স্যেকুলারদের ঔদ্ধত্বপূর্ণ আচরণের প্রতিবাদে দিনাজপুরে এ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লোকভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে লোকভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আমরা হিন্দুদের মন্দির থেকে মূর্তি অপসারনের দাবি করছি না। আমরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবি করছি।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর (পশ্চিম) জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মো. খাইরুজ্জামান, ইশা. ছাত্র আন্দোলন দিনাজপুর (পশ্চিম) জেলা শাখার সভাপতি মো. মুনতাসির আহমাদ, সহ-সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল মুরসালিন প্রমুখ।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল