লামায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকেলে লামা বাজারস্থ আলী মিয়া শপিং কমপ্লেক্সের ২য় তলায় দোয়া মাহফিল, ইফতার ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি লামা উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠন।
বান্দরবান জেলা বিএনপি'র সভাপতি সাচিং প্রু জেরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি আমির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ বদরুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মংক্যচিং মার্মা, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা কৃষকদলের সভাপতি এ.জি.এম আবু জাফর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ সহ প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফেরাত ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত এবং ইফতার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল