নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে সহপাঠীর সঙ্গে ট্রাক্টরে চড়তে গিয়ে পড়ে মাঈন উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড নলুয়া ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাঈন উদ্দিন ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে ও স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/০২ জুন ২০১৭/আরাফাত